নিজস্ব প্রতিবেদকঃ ফিফা প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে আজ ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এতে করে স্বাগতিকরা দুই ম্যাচ সিরিজ জিতল ২-০ ব্যবধানে। সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে ৮ গোলের মালা পরায় বাংলাদেশ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দাপুটে পারফরম্যান্সের কৃতিত্ব সাবিনা-মারিয়াদের দেন সাইফুল বারী টিটু।
বাংলাদেশ কোচ সাইফুল বারী ও অধিনায়ক সাবিনা খাতুন দুজনই জয়ের ব্যবধান দেখে অবাক। কোচ সাইফুল বারী সংবাদ সম্মেলেন বলেছেন, ‘এই জয়ে আমার বিন্দুমাত্র অবদান নেই। মেয়েরা যা করছে, সব ওদের কৃতিত্ব। আজ আমি অবাক, ৮-০! ওয়াও।’ কোচের পাশে বসে সাবিনা বললেন, ‘গত বছর ঢাকায় মালয়েশিয়ার সঙ্গে প্রথম ম্যাচে ৬-০ গোলে জেতার পর পরের ম্যাচে গোলশুন্য ড্র করি। সেটা একটা বাজে অভিজ্ঞতা ছিল। তাই আমি আজ অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলাম না। ফলে আমিও ভাবিনি আমরা আজ আট গোলে জিতব।’
অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘নেপালের বিপক্ষে আমরা যে দুইটা প্রীতি ম্যাচ খেলেছিলাম, তখনও বলেছিলাম, মেয়েদের ফিটনেসে বড় একটা ঘাটতি ছিল। গত তিন-চার মাস যে অনুশীলন করেছে, একসাথে আছে, সেটারই ধারাবাহিকতা মাঠে মেলে ধরেছে। মালয়েশিয়ার বিপক্ষে খেলার পর (৬-০ গোলে জয়ের পর) আমাদের একটা অভিজ্ঞতা হয়েছিল যে, দ্বিতীয় ম্যাচ গোলশুন্য ড্র হয়েছিল, ওটা আমাদের মাথায় ছিল। তবে আজ আমাদের লক্ষ্য ছিল ১৫ মিনিটের মধ্যে গোল তুলে নেওয়া।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post