স্পোর্টস ডেস্ক:: এই মৌসুমেই ম্যানচেস্টার সিটির সঙ্গে পেপ গার্দিওলার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। মৌসুম শেষেই তার বিদায়ের কথা ছিলো। এরপর ব্রাজিলের দায়িত্ব নেওয়ার গুঞ্জন ছিলো গার্দিওলার। তবে শেষ পর্যন্ত সিটি ছাড়ছেন না এই কোচ। আপাতত স্বস্তিতে দুই পক্ষই।
ম্যানচেস্টার সিটির সাথে নতুন করে চুক্তি নবায়ন করছেন গার্দিওলা। ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়ে তিনিও সম্মত হয়েছেন। দুই পক্ষ মিলে নতুন করে চুক্তি স্বাক্ষর করবেন। যেখানে আরো এক বছর ম্যানচেস্টার সিটিতে থাকবেন গার্দিওলা। ব্রিটিশ গণমাধ্যম বিসিবি এমন খবর দিয়েছে।
৫৩ বছর বয়সী এই কোচ অবশ্য বাড়তি সুবিধাও পাবেন নতুন চুক্তিতে। গার্দিওলাকে আরো কিছু সুযোগ-সুবিধা বাড়িয়ে এক বছরের জন্য থাকতে রাজি করিয়েছে ম্যানচস্টার সিটি। তবে সেইসব সুবিধা কি সেটি জানা যায়নি। ফলে ২০২৪-২০২৫ মৌসুম শেষেই ক্লাব ছাড়তে হচ্ছে না গার্দিওলাকে।
ইংলিশ ক্লাবটিতে ২০১৬ সাল থেকে আছেন গার্দিওলা। ওই বছর বার্সেলোনা ছেড়ে তিনি ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান। এই দীর্ঘ কয়েক বছরে ৬টি প্রিমিয়ার লিগসহ মোট ১৮টি ট্রফি জিতেছে সিটি, যার মধ্যে আছে একটি চ্যাম্পিয়নস লিগও। চ্যাম্পিয়নস লিগ জয়ের মৌসুমে প্রিমিয়ার লিগ ও এফএ কাপও জিতে ‘ট্রেবল’ জয়ের কীর্তি গড়ে সিটি। প্রথম দল হিসেবে টানা চারটি প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ডও করেন গার্দিওলা।
এমন সফল একজন কোচকে যেতে দিতে চাইছে না সিটি। ফলে নতুন করে চুক্তি নবায়ন করার প্রস্তাব দেব ক্লাবটি। পেপ গার্দিওলা ক্লাবের প্রস্তাবেও রাজি হন। টানা চারবারের চ্যাম্পিয়ন সিটি এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দুইয়ে। শীর্ষ দল লিভারপুলের চেয়ে পাঁচ পয়েন্ট পেছনে থাকা সিটি সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ চারটি ম্যাচেই হেরেছে। কোচ হিসেবে এতটা বাজে সময় এর আগে কখনো আসেনি গার্দিওলার।
২০১৬ সাল থেকে ম্যানেচস্টার সিটির ডাগআউটে তাকা গার্দিওলা এর আগে আরো তিনবার চুক্তির মেয়াদ বাড়িয়ে ছিলেন। প্রথমবার ২০১৮ সালের মে মাসে, এরপর ২০২০ সালের নভেম্বর ও ২০২২ সালের নভেম্বরে। এবার আরো একবার চুক্তির মেয়াদ বাড়ানোর খবর এলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০