স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক বিরতির পর শনিবার মাঠে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আজকের ম্যাচে লিভারপুলকে উড়িয়ে দিয়েছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পেপ গার্দিওলার শিষ্যরা জিতেছে ৪-১ গোলে। জালের দেখা পেয়েছেন জুলিয়ান আলভারেজ, কেভিন ডি ব্রুইনে, ইল্কাই গিনদোয়ান ও জ্যাক গ্রিলিশ। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ সালাহ।
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট হলো ২৮ ম্যাচে ৬৪। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২৬ ম্যাচে ৫০ আর ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহাম। ২৭ ম্যাচ খেলে ষষ্ঠ স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৪২।
চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আর্লিং হালান্ডকে ছাড়া মাঠে নামে সিটি। তবে এই উঠতি তারকার অভাব বুঝতেই দিলেন না গার্দিওলার শিষ্যরা। যদিও প্রথমে গোল হজম করে বসে স্বাগতিকরা। ম্যাচের ১৭তম মিনিটে সালাহ গোল করে এগিয়ে দেন লিভারপুলকে। বাঁ পায়ে শটে লক্ষ্যভেদ করেন মিশরীয় এই ফরোয়ার্ড।
২৭তম মিনিটে সিটিকে সমতায় ফেরান বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। গ্রিলিশের পাস থেকে ছয় গজ দূরত্ব থেকে নিখুঁত শটে গোলটি করেন এই আর্জেন্টাইন উঠতি তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান ডি ব্রুইনে। রিয়াদ মাহরেজের ক্রস ডি-বক্সে দখলে নিয়ে আলতো শটে জালে জড়ান বেলজিয়ান মিডফিল্ডার।
৫৩তম মিনিটে সিটিকে আরো এগিয়ে দেন গিনদোয়ান। এরপর আর ম্যাচে ফেরা হয়নি লিভারপুলের। উল্টো ৭৪ মিনিটে তাদের জালে বল জড়িয়ে গোলের হালি পূর্ণ করেন গ্রিলিশ। আক্রমণে উঠে ব্রুইনা পাস দেন অরক্ষিত জায়গায় ওত পেতে থাকা এ ইংলিশ তারকাকে। তার শট ফেরাতে ব্যর্থ হন অ্যালিসন বেকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post