স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারে শুরু। এবার সিরিজে ফেরার লড়াই নাজমুল হোসেন শান্তর দলের। ভোর ৪টায় স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসছে। লেগ স্পিনার রিশাদ হোসেনের ওয়ানডে অভিষেক হতে পারে। স্বাগতিকদের বিপক্ষে প্রস্তুুতি ম্যাচে দুর্দান্ত করেছেন তিনি। ব্যাট বল হাতে দেখিয়েছেন ঝলক।
সিরিজ সমতা আনার ম্যাচে তাই বাংলাদেশ একাদশে দেখা যেতে পারে রিশাদকে। অফ ফর্মে থেকে দলে আসা সৌম্য সরকার সিরিজের প্রথম ওয়ানডেতেও ব্যর্থ হয়েছেন। এনিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন তিনিও।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে লেগ স্পিনার রিশাদকে খেলানোর ইঙ্গিত দিয়ে বলেন,‘আমরা আগের ম্যাচেও লেগস্পিনার রিশাদের কথা ভেবেছিলাম। তাকে খেলানোর ব্যাপারে উৎসাহীও ছিলাম। তবে যেহেতু আমাদের শুরুতেই উইকেট পড়ে যাচ্ছে। প্রথমেই কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যাচ্ছি। তাই বাড়তি ব্যাটার নিয়ে খেলা।’খন একজন লেগির দিকে চোখ আমাদের। সামনে যখনই লেগস্পিনার খেলানোর কথা ভাবব, সে একজন যে কিনা একাদশে থাকতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post