স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে আয়ারল্যান্ড। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ শেষ ওভারে জিতেছে আইরিশরা। হারারেতে আগে ব্যাট করে ১৬৫ রান করে স্বাগতিক জিম্বাবুয়ে। রান তাড়ায় ২ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় পল স্টার্লিংয়ের দল। এই জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে তারা।
এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ১ উইকেটের জয় পায় জিম্বাবুয়ে। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফেরাল আয়ারল্যান্ড। ১৬৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। ২০ রানে প্রথম দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে চাপ সামলে নেন হ্যারি টেক্টর এবং কার্টিস ক্যাম্ফার। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েন ৬৬ রানের জুটি।
২৪ বলে ৩৭ রান করে ফেরেন ক্যাম্ফার। তার বিদায়ের পর ৯ রান যোগ করতেই আউট হন টেক্টর। তবে শেষটায় কোনো ভুল করেননি জর্জ ডকরেল এবং মার্ক অ্যাডায়ার। অ্যাডায়ার ১৩ বলে ১৯ রানের ক্যামিও খেলে আউট হওয়ার পর ম্যাচ শেষ করে আসেন ডকরেল। জিম্বাবুয়ের হয়ে ২ উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা। ১টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি, ব্রায়ান বেনেট, লুজ জঙ্গে ও ট্রেভন গুয়ান্দে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। দলীয় ১৮ রানের মাথায় দুই ওপেনারকে হারায় তারা। তৃতীয় উইকেটে পাল্টা আক্রমণ করেন শন উইলিয়ামস এবং তিনাশে কামুনহুকামওয়ে। ১৮ বলে ৪৭ রানের জুটি গড়েন তারা। ১৭ রানের ক্যামিও ইনিংস খেলে ক্যাম্ফারের বলে আউট হন উইলিয়ামস। ৩৯ রান করে কামুনহুকামওয়ে আউট হন এর পরের ওভারেই।
১ রানের ব্যবধানে ব্রায়ান বেনেটকে ফেরান উইল ইয়াং। ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে যখন অলআউটের শঙ্কায় জিম্বাবুয়ে ষষ্ঠ উইকেটে তখন ৮৭ রানের জুটি গড়েন রায়ান বার্ল এবং ক্লাইভ মাদান্দে। তাতে ১৬৫ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। ৩৮ রানে থামেন রায়ান বার্ল। মাদান্দে অপরাজিত ছিলেন ৪৪ রানে। আইরিশদের হয়ে ২ উইকেট নেন মার্ক অ্যাডায়ার। ৪৮ রানের ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরা হয়েছেন আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post