নিজস্ব প্রতিবেদক:: ভারতের ক্রিকেট ঈশ্বরখ্যাত শচীন টেন্ডুলকারের শহর মুম্বাই সফরে গেছে বাংলাদেশ স্কুল ক্রিকেট দল। সারা দেশের সেরা স্কুল ক্রিকেটারদের নিয়ে বিসিবি গঠণ করেছে কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল। দু’টি তিন দিনের ম্যাচ এবং তিনটি এক দিনের ম্যাচ খেলতে বুধবার মুম্বাই সফরে যায় দলটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতি বছর সারা দেশে অনূর্ধ্ব-১৬ স্কুল ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করে। জেলা এবং বিভাগীয় পর্যায় শেষে জাতীয় পর্যায়ে অংশ নেয় চ্যাম্পিয়ন স্কুলগুলো। জাতীয় পর্যায়ে অংশ নেওয়া স্কুলগুলো থেকে সেরাদের বাছাই করে গঠণ করা হয়েছে কম্বাইন্ড স্কুল দল।
মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের স্কুল ক্রিকেটাররা। দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে মুম্বাই গেছেন আব্দুল করিম খান জুয়েল। সহকারী কোচ এমদাদুল বাশার রিপন, ফিল্ডিং কোচ আরাফাত রহমান। ট্রেনার আনোয়ার হোসেন মনির ও ফিজিও খাইরুল বাসা।
প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬): জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মো: রিফাত বেগ,দেবাশীষ সরকার,কালাম সিদ্দিকী আলীন,তাওয়াফ মাশরাফি,মো: আহসান আল মুমিন,তূর্য সরকার,সামিউন বশির রাতুল, মো: কায়েস রহমান লাবিব,ইয়াসির আরাফাত, শেখ ইমতিয়াজ শিহাব, মো: সবুজ, সামিউল ইসলাম শুভ, মো: শাহরিয়া আল-আমিন, সঞ্জিত মজুমদার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post