নিজস্ব প্রতিবেদক:: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হয় আগের ম্যাচেই। সিরিজের শেষ ম্যাচে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেস পেস তারকা তাসকিন আহমদ।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে তাসকিন ১৬ রানে শিকার করেন ৪ উইকেট। দ্বিতীয় টি-২০ ম্যাচে ২৭ রানে শিকার করেন তিন উইকেট। বাংলাদেশ হেরে যাওয়া সিরিজের শেষ ম্যাচে ২৮ রানে এক উইকেট শিকার করেছেন তিনি।
শুক্রবার সাগরিকায় সিরিজের শেষ ম্যাচে হেরে যায় বাংলাদেশ। আগে ব্যাট করা বাংলাদেশকে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২৪ রানে আটকে রাখে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নামা দলটি পল স্টার্লিংয়ের ফিফটিতে মাত্র তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
১২৫ রানের টার্গেটে খেলতে নামা আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি খুব একটা বড় হয়নি। দলীয় ১৭ রানেই প্রথম উইকেট হারায় দলটি। ব্যক্তিগত ৭ রানে ফিরে যান ওপেনার রস আডির। অর্ধশতকের আগেই দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। দলীয় ৪১ রানে বিদায় হন লরকান টাকার। ৪ রান করেন তিনি।
আইরিশদের হয়ে বাংলাদেশের বোলারদের শাসন করা পল স্টার্লিং থামেন দলের জয়ের পথ পরিস্কার করেই। ইনিংস সর্বোচ্চ ৭৭ রান করে তিনি যখন আউট হন, দলের সংগ্রহ তখন ১২.১ ওভারে ১০৯ রান। ৪১ বলের ইনিংসে দশ চার ও চার ছক্কা হাঁকিয়েছেন তিনি। চ্যাম্পার ১৬ রানে ও হ্যারি টেক্টর ১৪ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
বাংলাদেশের হয়ে রিশাদ, শরিফুল ও তাসকিনরা ১টি করে উইকেট লাভ করেন।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই উইকেট হারায়। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে দলীয় ৯ রানের মাথায় সাজঘরে ফিরেছেন ওপেনার লিটন দাস। চার বলে এক চারে ৫ রান করেছেন তিনি। তৃতীয় ওভারের শেষ বলে দলীয় ১৮ রানে বাংলাদেশ হারিয়েছে দ্বিতীয় উইকেট। ৮ বলে ৪ রান করে সাজঘরে ফিরেছেন শান্ত।
লিটন-শান্তর বিদায়ের পর রনি তালুকাদরও প্যাভেলিয়নে ফিরেন দ্রুত। বল হাতে দুর্দান্ত আইরশিরা। ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে দলীয় ২৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১০ বলে তিন চারে ১৪ রান করে সাজঘরে ফিরেছেন রনি।
রনির বিদায়ের পর দ্রুতপ্যাভেলিয়নের পথ ধরেন সাকিব। ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে দলীয় ৪১ রানে সাজঘরে ফিরেন বাংলাদেশ অধিনায়ক। এক চারে ছয় বলে ৬ রান করেছেন তিনি। তার বিদায়ের পর দ্রুত ফিরেন তাওহীদ হৃদয়ও। সপ্তম ওভারের তৃতীয় বলে দলীয় ৪১ রানেই পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ১০ বলে ১২ রান করেছেন এই তরুণ।
দশম ওভারের প্রথম বলে স্বাগতিকরা ষষ্ঠ উইকেট হারায়। দলীয় ৬১ রানে সাজঘরে ফিরেন অভিষিক্ত রিশাদ হোসেন। এক ছক্কায় সাত বলে ৮ রান করেন এই লেগ স্পিনার।
চাপের মুখে শামীম ফিফটি করেন। ৪২ বলে ৫ চার ও ২ ছক্কায় হাফ সেঞ্চুরির ইনিংস সাজান শামীম। তার ৫১ রানেই বাংলাদেশ ১৯.২ ওভারে ১২৪ রান তুলে।
আয়ারল্যান্ডের হয়ে মার্ক আডির ৩ টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post