নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের জয়রথ ছুটছেই। মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে ৭ ম্যাচে ৬ জয় তুলে নিয়েছে তারা। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে অতীতে সিলেটের অংশগ্রহণ যেন ছিলো শুধুই নিয়মতান্ত্রিকতা। তবে চলমান বিপিএলে পাল্টে গেছে সেই চিত্র। আসরের শুরু থেকেই সিলেট যেন উড়ছে।
বিপিএলে প্রথমে ঢাকা পর্ব পেরিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম পর্বও। আবারও ঢাকায় ফিরে শেষ হয়েছে দ্বিতীয় পর্ব। এবার বিপিএলের যাত্রা সিলেট। আর ঘরের মাঠে নামার আগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেই রয়েছে সিলেট স্ট্রাইকার্স। উড়ন্ত মাশরাফী বাহিনী নিজেদের ঘরের মাটিতে খেলতে নামবে টেবিল টপার হয়েই। আগামী শুক্রবার স্বাগতিকরা মাঠে নামছে রংপুর রাইডার্সের বিপক্ষে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফী জানিয়েছেন, আসরে দারুণ খেললেও চ্যাম্পিয়ন হয়ে যাবে সিলেট; এরকম বলা বাড়াবাড়ি। বিপিএলের অভিজ্ঞ এই অধিনায়কের ভাবনা আগে প্লে-অফ। মাশরাফী বলেন, ‘আগে আমাদের ভাবনা পয়েন্ট টেবিলের এক নম্বর বা দুই নম্বরে যাওয়া। সেখানে জায়গা করে নিতে পারলে সুযোগ থাকে চ্যাম্পিয়ন হওয়ার। অবশ্য প্লে-অফ ম্যাচগুলোতে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে আমাদের। এখনই চ্যাম্পিয়নের কথা বলা হচ্ছে, এটা বাড়াবাড়ি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post