নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। যেখানে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। ম্যাচ শুরুর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে হয়েছে টস।
যেখানে জিতেছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে আগে ব্যাট করতে নামছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এই ম্যাচে দুই দলই নিজেদের একাদশে একটি করে পরিবর্তন এনেছে। সিলেট তাদের উইনিং কম্বিনেশন ভেঙেছে। বিদেশি ক্যাটাগরিতে কলিন অ্যাকারম্যানকে বাদ দিয়েছে দলটি। সেই জায়গায় সুযোগ পেয়েছেন পাকিস্তানের ঝড়ো ব্যাটার মোহাম্মদ হারিস। যিনি কিনা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়িয়েছেন।
এদিকে প্রথম ম্যাচ হেরে কুমিল্লাও নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে। তরুণ পেসার আশিকুর জামানকে বাইরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আবু হায়দার রনি।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
মুশফিকুর রহিম (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ হারিস, জাকির হাসান, তৌহিদ হৃদয়, আকবর আলি, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মাশরাফী বিন মোর্ত্তাজা, মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, ডেভিড মালান, মোহাম্মদ নবি, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, সৈকত আলি, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, খুশদিল শাহ ও ফজলহক ফারুকী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post