নিজস্ব প্রতিবেদকঃ আর কিছুক্ষণ পরই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। মিরপুরের হোম অব ক্রিকেটে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে ম্যাচের টস।
সেই টস জিতেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে মাশরাফী বিন মোর্ত্তাজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স।
এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন এনেছে সিলেট। দলটির দুই তারকা বিদেশি মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম চলে গেছেন নিজ দেশে। এছাড়া বাদ পড়েছেন গুলবাদিন নাইব। তাদের পরিবর্তে একাদশে এসেছেন ইসুরু উদানা, জর্জ লিন্ডে ও শফিকউল্লাহ গাফারি। অখ্যাত গাফারির এখনও আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়নি। লেগ স্পিনের সাথে ভালো ব্যাটও চালাতে পারেন আফগানিস্তানের ২১ বছর বয়সী এই ক্রিকেটার।
অপরদিকে কুমিল্লা তারকাবহুল একাদশ নিয়ে মাঠে নামছে। একাদশে বিদেশিদের মধ্যে আছেন মঈন আলি, জনসন চার্লস, আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। দেশিদের মধ্যে আছেন লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের মতো ক্রিকেটার। মোহাম্মদ রিজওয়ান ও খুশদিল শাহ নিজ দেশ পাকিস্তানে চলে যাওয়ায়, তাদের পরিবর্তে একাদশে এসেছেন জনসন চার্লস ও মঈন আলি। এর মধ্যে মঈন এসে রিজওয়ানের পরিবর্তে বিপিএল মাতাতে।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
মাশরাফী বিন মোর্ত্তাজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, শফিকউল্লাহ গাফারি, ইসুরু উদানা, তানজিম হাসান সাকিব ও রুবেল হোসেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, জাকের আলি অনিক, জনসন চার্লস, সুনীল নারাইন, মঈন আলি, আন্দ্রে রাসেল, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মুস্তাফিজুর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post