নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচ শুরু আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।
যেখানে জিতেছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। মূলত ইনজুরির কারণে সিলেটের হয়ে নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা খেলছেন না।
এই ম্যাচে একাদশে পরিবর্তন নিয়েই মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স। ইনজুরির কারণে খেলা হচ্ছে না মাশরাফীর। এছাড়া নিজ দেশে ফিরে গেছেন দুই বিদেশি তারকা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। এই তিন জনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন নাবিল সামাদ, মোহাম্মদ ইরফান ও টম মুরস। এর মধ্যে নাবিল ও ইরফান প্রথমবার সিলের স্ট্রাইকার্সের জার্সি গায়ে জড়াচ্ছেন।
এদিকে রংপুর রাইডার্স ঢাকার বিপক্ষে জয়ের ম্যাচে নিজেদের উইনিং কম্বিনেশন ভেঙেছে। প্রথমবারের মতো বিপিএলে মাঠে নামতে যাচ্ছেন ক্যারিবিয়ান বংশদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারন জোন্স। মূলত এই ম্যাচে খেলছেন না পাক অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। সেই একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে রাইডার্স।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
মুশফিকুর রহিম (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, টম মুরস, জাকির হাসান, তৌহিদ হৃদয়, থিসারা পেরেরা, রায়ান বার্ল, নাবিল সামাদ, রেজাউর রহমান রাজা, রুবেল হোসেন ও মোহাম্মদ ইরফান।
রংপুর রাইডার্স একাদশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, রনি তালুকদার, শেখ মেহেদী হাসান, শোয়েব মালিক, আজমতউল্লাহ ওমরজাই, অ্যারন জোন্স, শামীম হোসেন পাটোয়ারি, রকিবুল হাসান, হারিস রউফ ও হাসান মাহমুদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post