নিজস্ব প্রতিবেদকঃ কি শীত, কি উষ্ণ আবহাওয়া, বিপিএল আসলেই সিলেটে দর্শকের জোয়ার বসে। নিজ দলকে সমর্থন জোগাতে হাজার হাজার মানুষ মাঠে আসেন খেলা দেখার জন্য। প্রভাব পড়ে না টিকিটের দাম বেশিতেও।
এবারের বিপিএলে শুরুটা মোটেও ভালো হয়নি সিলেট স্ট্রাইকার্সের। টানা পাঁচ হারে এক প্রকার বিধ্বস্ত দল। সেখান থেকে শুক্রবার এবারের আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পায় সিলেট। দুর্দান্ত ঢাকাকে রোমাঞ্চকর লড়াইয়ে ১৫ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
সেই প্রথম জয়ের সাক্ষী হতে মাঠে উপস্থিত ছিল হাজার হাজার সমর্থক। দল টানা হারার মধ্যে থাকার পরও এমন সমর্থনে সিলেটের দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। জানিয়েছেন দর্শকদের নিয়ে তাদের টিম বাসে আলোচনা হয়। সিলেটের দর্শক বিপিএলে ধরে রাখা গুরুত্বপূর্ণ।
ম্যাচ শেষে মিঠুন বলেন, ‘সত্যি বলতে… এখন হয়ত উত্তর দিচ্ছি, তবে আমরা এটা বাসেও আলোচনা করি। আমরা এত বাজে খেলার পরও আমাদের ম্যাচ প্রতিদিন হাউসফুল থাকে, ফুল ক্রাউড থাকে। সিলেটের ক্রাউড ধরে রাখা বিপিএলের জন্য গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দিতে চাই তাদের, আমরা এত খারাপ খেলার পরও মাঠে এসে সমর্থন করেছেন।
মিঠুন আরও বলেন, ‘আশা করার কিছু নেই, আমি মনে করি তারা সমর্থন আরও করবেন। এত খারাপ খেলার পরও সমর্থন করেছেন। এখন একটা জিতেছি এখন আরও করবেন। ধন্যবাদ সিলেটবাসি, আমাদের সমর্থন করার জন্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post