নিজস্ব প্রতিবেদক: রংপুর রাইডার্সের বিপক্ষে বড় ব্যবধানে হারল সিলেট স্ট্রাইকার্স। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটকে ৮ উইকেটে হারাল রংপুর। মিরপুরে আগে ব্যাট করে ১৭০ রান করে সিলেট। রান তাড়ায় ৮ উইকেটের বড় জয় পায় ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর।
টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে সিলেট। ওপেনার নাজমুল হোসেন শান্ত ২২ বলে মাত্র ১৫ রান করেন। তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেন নি জাকির হাসানও। ৭ বলে ৭ রান করে স্পিনার মাহেদি হাসানের শিকার হন তিনি। তবে এরপর মুশফিকুর রহিমকে নিয়ে জুটি গড়েন তৌহিদ হৃদয়। শেষ পর্যন্ত তিনি ৫৭ বল মোকাবিলায় ১৩ চার ও ২ ছক্কায় ৮৫ রানে অপরাজিত থাকেন।
হৃদয় ও মুশফিকের ১১১ রানের জুটির ওপর ভর করে বড় পুঁজি পায় সিলেট। ১৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৮৫ রান করেন হৃদয়। ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় অনবদ্য ৫৫ রান করেন মুশফিক। রংপুরের মাহেদি হাসান ও হাসান মাহমুদ ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট হাতে ঝড় তুলেন রংপুরের দুই ওপেনার মোহাম্মদ নাইম ও রনি তালুকদার। পাওয়ার প্লেতে ৫৯ রান তোলেন তারা। এরমধ্যে রনি ২৩ বলে ৩৯ ও নাইম ১৩ বলে ১৮ রান করেন। ৩৫ বল খেলে ৮টি চার ও ৩টি ছক্কায় আসরে দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করে ৬৬ রানে থামেন রনি। নাইমের সাথে ৫৯ বলে ১০০ রানের জুটি গড়েন তিনি। ৩২ বলে ৬টি চারে ৪৫ রান করেন নাইম। তৃতীয় উইকেটে ৩৪ বলে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে রংপুরের জয় নিশ্চিত করেন পাকিস্তানী শোয়েব মালিক ও অধিনায়ক নুরুল। মালিক ২৪ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪১ ও নুরুল ১৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post