নিজস্ব প্রতিবেদকঃ চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে হোম ভেন্যুর বিপিএল যাত্রা শেষ হতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্সের। সোমবার দিনের প্রথম ম্যাচে চিটাগং স্বাগতিক সিলেটের বিপক্ষে আগে ব্যাট করে বড় পুঁজি পেয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ২০৩ রানের বড় সংগ্রহ পায় চিটাগং। ওপেনার পারভেজ হোসেন ইমনের দ্রুত বিদায়ের পর (১০ বলে ৭) দ্বিতীয় উইকেটে ৬৮ রানের (৩৯ বলে) জুটি করেন উসমান ও গ্রাহাম। ৩৫ বলে ৫৩ রান করেন উসমান। ৩৩ বলে ৬০ রান করেন গ্রাহাম। ১৯ বলে ২৮ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। শেষ দিকে ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪২ রান করে দলীয় সংগ্রহ ২০৩ এ নিয়ে যান হায়দার আলী। সিলেটের হয়ে তামজিম হাসান সাকিব ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন নাহিদুল ইসলাম, রুয়েল মিয়া ও আরিফুল হক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০