নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে বিপিএল শুরুর প্রথম দিন শুক্রবার গ্যালারি ছিল ভর্তি। সন্ধ্যায় স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ ছিল সেদিন। তবে একদিন পরই শনিবার সেই গ্যালারির খালি ছবি দেখা যায়। যেদিন সিলেটের ম্যাচ ছিল না। একই চিত্রের দেখা মিলে সোমবারও। তবে এদিন সিলেটের ম্যাচ ছিল দুপুরে।
একদিন পর মঙ্গলবার আবার পাল্টে গেছে সব হিসাব-নিকাশ। রাতে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। আর স্বাগতিক দলের খেলা দেখতে তাই প্রায় ফুল হাউজ গ্যালারি! দুই পাশের গ্যালারির মধ্যে ক্লাব হাউজেই কিছুটা ফাঁকা দেখা যায়, তবে সেটাও অনেক কম। আর বাকি সব পাশের গ্যালারিই ভর্তি। এমনকি গ্র্যান্ড স্ট্যান্ডও!
হাজার হাজার দর্শক এসেছেন খেলা দেখতে। এর বেশি কিছু কারণ জানা গেছে। একে তো স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ। তার উপর বিপক্ষ দলও তারকা বহুল। ফরচুন বরিশালে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
সব মিলিয়ে দেশের চার পাণ্ডব মাশরাফী বিন মোর্ত্তাজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম একই ম্যাচে মাঠ মাতাচ্ছেন। সিলেটের গ্যালারিতে তাই তীব্র শীত উপেক্ষা করে উপচে পড়া দর্শকের দেখা মিলেছে রাতের ম্যাচে। বিকেল বেলা থেকে ধীরে ধীরে ভর্তি হতে থাকে গ্যালারি। শেষ পর্যন্ত রাতের ম্যাচ শুরুর আগে পুরোপুরি ভর্তি হয়ে যায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post