নিজস্ব প্রতিবেদক:: রশিদ, নবি, মুজিব, শেহজাদ, ফারুকি, নবীন, নুরদের নিয়ে পূর্ণ শক্তির আফগানিস্তান দল সিলেটে খেলবে টি-২০ সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-২০ সিরিজে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন লেগ স্পিনার রশিদ খান।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সিলেটে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। আফগান ক্রিকেটের সব তারকাই আছেন দলে। ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রামে আছে আফগানিস্তান দল। ৫ জুলাই থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজ শেষে ১৪ জুলাই থেকে শুরু হবে দুই ম্যাচের টি-২০ সিরিজ।
১২ জুলাই সিলেট যাবে আফগানিস্তান দল। ১৩ জুলাই অনুশীলন শেষে ১৪ জুলাই খেলবে সিরিজের প্রথম ম্যাচটি। এরপর ১৬ জুলাই এবারের সফরের সবশেষ ম্যাচটি খেলবে আফগানরা।
আফগানিস্তান দল:: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, ইব্রাহিম জর্দান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জর্দান, সাদিক, করিম জান্নাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজলে হক ফারুকী, নাভিন উল হক, হামাদ, নুর, ফরিদ ও মুজিব উর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post