স্পোর্টস ডেস্ক:: প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী আগামিকাল সিলেটে আসছেন। সোমবার সকালে সিলেট এম.এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁঁছাবেন তিনি। বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকতারা ফুল দিয়ে বরণ করে নেবেন জাতীয় দলের এই ফুটবলারকে।
হবিগঞ্জের দেওয়া বাড়ীর ছেলে হামজা চৌধুরীর বেড়ে উঠা ইংল্যান্ডে। খেলেছেন ইংলিশ যুবদলে। প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়েও মাঠ মাতিয়েছেন। নাগরিকত্ব পরিবর্তন করে বাংলাদেশী এই বংশদ্ভুত লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেন। বাফুফের আবেদনের প্রেক্ষিতে ফিফা গত বছরের শেষ দিকে তাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দেয়।
এরপরই প্রথমবার তিনি বাংলাদেশ আসছেন। সোমবার সিলেট এসে হবিগঞ্জে পৈত্রিক নিবাসে যাবেন। সেখান থেকে পরদিন যাবেন ঢাকায়। জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন এরপর জাতীয় দলের সঙ্গে ভারতে যাবেন এএফসি এশিয়ান কাপের ম্যাচ খেলতে।
হামজা চৌধুরী সিলেটে আসা উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ। মহানগর পুলিশ জানিয়েছে, জাতীয় দলের এই ফুটবলারকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। তার যাতায়াত এবং আবাসস্থল থাকবে নিশ্চিদ্র নিরাপত্তায়। মহানগর পুলিশ ইতিমধ্যে পুলিশের সব ক’টি ইউনিটকে চিঠি দিয়ে নির্দেশনা দিয়েছে, হামজার জন্য নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলতে।
পুলিশ জানায় সিলেটে বিমানবন্দরে অবতরণের পর থেকে হামজা চৌধুরীকে এসকর্ট দেবে পুলিশ। তার নিরাপত্তায় যা কিছু দরকার তা করা হবে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ডিফেন্সিভ মিডে খেলা এই ফুটবলারের। তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০