নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-২০ সিরিজ জয়ের ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড নারী দল। তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। টাইগ্রেসরা কোনো প্রতিরোধই গড়তে পারেনি। নিগার সুলতানার দল সিরিজের দ্বিতীয় ম্যাচটি হেরেছে ৪৭ রানের ব্যবধানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করা আয়ারল্যান্ড নারী দল ১৩৪ রান তুলে। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ নারী দল মাত্র ৮৭ রানেই গুটিয়ে গেছে। বাজে ব্যাটিংয়ের সঙ্গে নিষ্প্রাণ বোলিংয়ে ঘরের মাঠেই সিরিজ হারলো টাইগ্রেসরা। অথচ দুর্দান্ত দাপট দেখিয়ে ওয়ানডে সিরিজে সফরকারী আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড নারী দল টাইগ্রেসদের নিষ্প্রাণ বোলিংয়ের সুযোগে পাঁচ উইকেটে ১৩৪ রান তুলে। লরা ডেলানি ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন। ২৫ বলের ইনিংসে চারটি বাউন্ডারি হাঁকিয়েছেন এই ব্যাটার। ওরলা প্রেন্ডারগাস্ট ২৫ বলে ৩২ রান করেন। তিন চারের সঙ্গে আইরিশদের ইনিংসের একমাত্র ছক্কাটি হাঁকান তিনি। চার চারে ২৩ বলে ২৩ রান করেন ওপেনার হান্টার। এছাড়া ১৪ রান করেন অধিনায়ক লুইস।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ২টি, জাহানরা আলম, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন একটি করে উইকেট লাভ করেন।
১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরু থেকেই উইকেট হারাতে থাকে। আইরিশদের বোলিং তোপে টাইগ্রেসদের কেউই উইকেটে তীতু হতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেছেন শারমিন। এক চারে ৪৩ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। ২০ রান করেছেন স্বর্ণা আক্তার। ২১ বলের ইনিংসে একটি বাউন্ডারি হাঁকিয়েছেন এই ব্যাটার। ১০ রান করেছেন ওপেনার দিলারা আক্তার। বাংলাদেশের অন্য কোনাে ব্যাটার এক অঙ্কের কোটা পেরুতে পারেননি।
আয়ারল্যান্ডের হয়ে ওরলা প্রেন্ডারগাস্ট ৩টি, আর্লিন কেলি ও লরা ডেলানি ২টি করে উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০