নিজস্ব প্রতিবেদকঃ আগামী মার্চের ফিফা উইন্ডোতে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ খেলবে। সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলস এবং ব্রুনাইয়ের বিপক্ষে দু’টি ম্যাচ খেলবেন জামাল ভূইয়ারা। সিশেলস ও ব্রুনাইয়ের মধ্যেও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা স্টেডিয়ামে ২২-২৮ মার্চের মধ্যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ত্রিদেশীয় সিরিজে কোনো ফাইনাল থাকছে না। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। প্রতিটি ম্যাচই ফিফার টায়ার-১ ম্যাচের স্বীকৃতি পাবে।
বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘ন্যাশনাল টিমস কমিটির মিটিংয়ে আগামী মার্চের উইন্ডোতে জাতীয় দলের খেলা নিয়ে আলোচনা ছিল। আমরা একটি তিন জাতি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি, সেখানে আমাদের সাথে ব্রুনাই দারুস সালাম ও সিশেলস খেলবে।’
নাবিল আহমেদ জানালেন, সিলেটে তিন জাতি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হওয়ার বিষয়টি। তিনি বলেন, ‘তিনটি ম্যাচ হবে, পয়েন্ট ভিত্তিক। এই টুর্নামেন্টের জন্য আমরা সব রকমের প্রস্তুতি নিচ্ছি। ভেন্যুর জন্য সিলেটকে নির্ধারণ করেছি এবং ইতোমধ্যে সেটি অনুমোদনের জন্য আমরা ফিফাকে চিঠি দিয়েছি।’
সিশেলস বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের ১৯৯তম দল। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৯২তম স্থানে রয়েছে। বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে ব্রুনাই। বাংলাদেশ জাতীয় দল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল গত বছরের সেপ্টেম্বরে। নেপালে বিপক্ষে ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩-০ গোলের ব্যবধানে।
সিলেটের ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দল খুব শীঘ্রই ডাকা হবে। জাতীয় দল গঠন সম্পর্কে নাবিল বলেন, ‘আমাদের হেড কোচ ও কোচিং স্টাফ প্রিমিয়ার লিগের ম্যাচগুলো পর্যবেক্ষণ করছে। লিগের প্রথম লেগ শেষ হওয়ার দুই-তিন দিন পরই ক্যাম্প শুরু হবে। ঢাকা অথবা সিলেটে ক্যাম্প হতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post