নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ-শ্রীলঙ্কার সাদা পোশাকের লড়াই সিলেটে শুরু আগামীকাল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে শুক্রবার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে ম্যাচ। আঙুলের চোটে আসন্ন এই সিরিজ মিস করবেন মুশফিকুর রহিম। এদিকে টানা খেলার ধকল সামলাতে বিশ্রামে থাকবেন পেসার শরিফুল ইসলামও। সিলেট টেস্টে অভিষেক হতে পারে নাহিদ রানা অথবা মুশফিক হাসানের। তরুণ এই দুই পেসারের মধ্যে একজনকে বেছে নেবেন টাইগার টিম ম্যানেজমেন্ট।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আজ সিলেটে এমনটাই আভাস দিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন, ‘দুজনই বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনাময় খেলোয়াড়। দুজনই ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারে। আমরা দেখেছি ওরা কত জোরে বল করতে পারে। দুজনই তরুণ ও শক্তিশালী। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দুজনেরই শুরুটা ভালো হয়েছে। হ্যাঁ, আমি খুবই রোমাঞ্চিত। দুজনের একজনের এই ম্যাচে খেলার সম্ভাবনা দেখছি, হতে পারে দুজনই খেলবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post