নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে দুই ম্যাচে অংশ নিতে সিলেটে পৌঁছেছে সিলেস জাতীয় দল। বুধবার রাতে সিলেটের এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সিলেস। বাংলাদেশ জাতীয় দল সপ্তাহ খানেক আগেই সিলেটে পৌঁছেছে।
ফিফা টায়ার একের দুই ম্যাচের প্রীতি সিরিজটি আগামি ২৫ ও ২৮ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্টিত হবে। তিনটি দলকে নিয়ে ট্রাইনেশন সিরিজ হওয়ার কথা ছিলো। কিন্তুু ব্রুনাই শেষ মূহুর্তে না আসায় সিলেসকে নিয়েই প্রীতি সিরিজ খেলতে হচ্ছে বাংলাদেশকে।
স্বাগতিক বাংলাদেশ দল সপ্তাহ খানেক আগেই সিলেট পৌঁছেছে। জামাল ভুঁইয়ারা সিলেট বিকেএসপিতে অনুশীলন করেছেন কিছু দিন। বুধবার অনুশীলন করেছে ম্যাচ ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামে।
সিলেস বৃহস্পতিবার অনুশীলন করবে খাদিমনগরের বিকেএসপিতে। বাংলাদেশ দল সিলেট জেলা স্টেডিয়েমই করবে অনুশীলন। বুধবার রাতে অতিথি দলকে বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান বাফুফের কেন্দ্রীয় সদস্য, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দীন আহমদ সেলিম প্রমুখ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post