নিজস্ব প্রতিবেদকঃ মে মাসে আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প সিলেটে করবে বাংলাদেশ দল। ইংল্যান্ডে যাওয়ার আগে আগামীকাল ২৬ এপ্রিল থেকে সিলেটে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ৩ দিনের ক্যাম্প। এরপর পহেলা মে সিলেট থেকে ইংল্যান্ডের বিমান ধরবেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা।
তবে দলের সঙ্গে সিলেট আসছেন না সাকিব আল হাসান। তিনি যাবেন যুক্তরাষ্ট্রে। আয়ারল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৯ মে। দুদিন বিরতি দিয়ে ১২ মে দ্বিতীয় ম্যাচ এবং ১৪ মে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভূক্ত এ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।
সূচী অনুযায়ী ৯ মে চেমসফোর্ডে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। ১২ মে একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে হবে দিবারাত্রির। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা থেকে। ১৪ মে শেষ ম্যাচটি আবার হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
সিলেটে ক্যাম্পে না থাকা সাকিব দলে যোগ দিবেন ইংল্যান্ডে। এর আগে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন। যার জন্য ছুটিও নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটাতেই যাচ্ছেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post