নিজস্ব প্রতিবেদকঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন উইন্ডিজের ব্যাটার শাই হোপ। ২০১৮ সালে ক্যারিবিয়ান এই ব্যাটার বাংলাদেশের বিপক্ষে মাত্র ১৬ বলে ফিফটি করেছিলেন। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ এই মাঠে খেলতে নামছেন হোপ।
এই প্রথম বিপিএল খেলতে এসেছেন হোপ। তবে এর আগে জাতীয় দলের হয়ে বেশ কয়েকবার বাংলাদেশ সফর করার অভিজ্ঞতা রয়েছে এই ডানহাতি ব্যাটারের। বিশেষ করে সিলেটের মাঠে টি-টোয়েন্টিতে ঝড়ো ব্যাটিং করার সুখস্মৃতি আছে তাঁর। নিজের পুরোনো ভালো স্মৃতি আবারও ফেরাতে চান তিনি। আগামীকাল (শনিবার) খুলনা টাইগার্সের হয়ে মাঠে নামতে পারেন হোপ।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হোপ বলেন, ‘হ্যাঁ, উইন্ডিজ দলের হয়ে এখানে আমাদের ভালো কিছু স্মৃতি আছে। আর আমার নিজের খেলার স্মৃতিও ভালো এখানে। দেখা যাক বিপিএলে কি হয়, তবে আমি চাইবো ওয়ি ভালো স্মৃতি ফিরিয়ে আনতে।’
বাংলাদেশের আবহাওয়ায় পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাতে চান হোপ। তিনি বলেন, ‘আমি এর আগে বিপিএলে খেলেনি, কিন্তু আমি বাংলাদেশে খেলেছি। এটা ভালো একটি অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা আমি এখন কাজে লাগাতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post