নিজস্ব প্রতিবেদকঃ চোখের সমস্যায় বেশ ভুগছেন সাকিব আল হাসান। বাঁহাতি অলরাউন্ডার যার জন্য হারিয়েছেন নিজের ফর্মও। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মাঠে নামলেও, সিলেটে খুলনা টাইগার্সের বিপক্ষে আট নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন। তবে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাটই করতে নামেননি।
দিন যত যাচ্ছে সাকিব আল হাসানের সমস্যা দীর্ঘ হচ্ছে। ফর্মে ফিরতে মরিয়া সাকিবও। টানা দুই দিন ম্যাচ খেলে রোববার ছিল রংপুর রাইডার্সের বিশ্রাম। তবে ঐচ্ছিক অনুশীলনে হাজির বিশ্বসেরা অলরাউন্ডার। রংপুরের কোচ সোহেল ইসলাম তো আসলেনই সাকিবের সাথে।
সঙ্গে যোগ হয়েছেন আরও একজন কোচ। তিনি হলেন মোহাম্মদ সালাউদ্দিন। সাকিবের প্রিয় গুরু বরাবরের মতো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচিং করাচ্ছেন। সোমবার কুমিল্লার অনুশীলন ছিল। আর সেজন্য সালাউদ্দিন ছিলেন মাঠে। সোহেল ইসলাম ও সালাউদ্দিন দুজনে মিলেই সাকিবের অনুশীলন পরখ করেছেন বেশ খানিক সময়।
এর আগে আনসার ক্যাম্পে প্রায় সাড়ে ১২টার দিকে অনুশীলন শুরু করেন সাকিব। তবে সেখান থেকে সরাসরি নামেন সিলেট ক্রিকেট গ্রাউন্ড-২’এ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের সাথে আধা ঘন্টার বেশি অনুশীলন করেন। পুরো ব্যাটিং অনুশীলনে স্টান্স ও পজিশন নিয়ে কাজ করতে দেখা যায় সাকিবকে। এমনকি ডানহাতি হয়েও ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়। সব মিলিয়ে সাকিব যে ফর্মে ফিরতে মরিয়া, সেটি প্রকাশ পায় তার অনুশীলনেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post