নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ। শুরুতে ওয়ানডে সিরিজ হবে সিলেটে। আর সেই সিরিজের জন্য আগে থেকেই জানানো হয়েছিল টিকিট বিক্রি হবে অনলাইনেও। এবার অনলাইনে টিকিট বিক্রি শুরুর সময় ও পদ্ধতি জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন ম্যাচের ওয়ানডের মধ্যে বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে টিকিট বিক্রি। রাত ৯টায় শুরু হচ্ছে সেই টিকিট বিক্রি। প্রথম ম্যাচের টিকিট মিলবে এখন শুধুমাত্র। অনলাইনে টিকিট কিনতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট ‘টাইগারক্রিকেটডটকম’ এ প্রবেশ রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয় ও সচল থাকা মোবাইল নম্বর প্রয়োজন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে, সেই একাউন্ট থেকে একজন সর্বোচ্চ ২টি টিকিট কেনার সুযোগ পাবেন। অনলাইনে কেনা টিকিট সশরীরে এসে নির্ধারিত টিকিট বুথ থেকে টিকিট কোড ও জাতীয় পরিচয়পত্রের প্রমাণ দেখিয়ে নিতে হবে।
ওয়ানডে সিরিজে অনলাইনে কেনা টিকিটগুলো নিতে হবে সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট বুথ থেকে। যেটি কিনা সিলেট শহরের রিকাবীবাজারে অবস্থিত। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে কেনা টিকিটগুলো নির্ধারিত বুথে মিলবে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচের টিকিটও একইভাবে মিলবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন।
ইতিমধ্যেই টিকিটের মূল্যতালিকাও প্রকাশ হয়েছে। ক্রিকেটারদের ড্রেসিং রুমের পাশেই থাকা গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মিলবে সর্বোচ্চ ১৫০০ টাকায়, ক্লাব হাউজের টিকিট কিনতে হবে ৫০০ টাকায়। ক্লাব হাউজের নিচে থাকা ইস্টার্ন গ্যালারীর টিকিট ৩০০ টাকা। আর ওয়েস্টার্ন গ্যালারী ও তার পাশের গ্রীণ গ্যালারী টিকিট কেনা যাবে ২০০ টাকায়।
আগামী ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে আইরিশদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post