নিজস্ব প্রতিবেদক:: শেষের সময় ঘনিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের। সাত দলের ফ্র্যাঞ্চাইজি লিগের সেরা চার দলের তিন দলই চূড়ান্ত হয়ে গেছে। সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেরা চার দলের বাকী এখনো এক দল।
ঢাকায় আগামিকাল থেকে শুরু হতে যাওয়া শেষ পর্বে চূড়ান্ত হবে চতুর্থ দল হয়ে কারা যাচ্ছেন শেষ চারের লড়াইয়ে। সেক্ষেত্রে অবশ্য কিছুটা এগিয়ে আছে রংপুর। তাদের পরেই ঢাকা, খুলনা আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রংপুর রাইডার্সরা যাদি বাকী ম্যাচগুলোতে জিতে যায় তবে অন্যদের বিদায় নিতে হবে। ঢাকা, খুলনা আর চট্টগ্রামের কারোরই প্লে-অফ খেলার স্বপ্ন পূরণ হবে না।
শুক্রবার দিনের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই তাদের। দ্বিতীয় ম্যাচেও প্লে-অফের লড়াইয়ে নামতে হবে ঢাকা ডমিনেটর্স ও রংপুর রাইডার্সকে। যারা হারবে প্লে-অফের দৌড় থেকে তারাই ছিটকে পড়বে।
বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেটের পয়েন্ট ১৬। দশ ম্যাচের আট ম্যাচ জিতেছে দলটি। দ্বিতীয় স্থানে থাকা বরিশাল ৯ ম্যাচের ছয়টি ম্যাচ জিতেছে। তাদের পয়েন্ট ১২। তিনে থাকা কুমিল্লাও ৯ ম্যাচের ছয়টি জিতে ১২ পয়েন্ট অর্জন করেছে। আপাতত চারে থাকা রংপুর রাইডার্স আট ম্যাচের পাঁচটি জিতেছে। তাদের পয়েন্ট ১০। দশ ম্যাচের তিন ম্যাচ জেতা ঢাকার পয়েন্ট ছয়। নয় ম্যাচের দুই ম্যাচ জেতা খুলনার ঝুলিতে মাত্র ৪ পয়েন্ট। সমান ম্যাচে তাদের সমান পয়েন্ট চট্টগ্রামেরও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post