নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেষ হতে যাচ্ছে সিলেট পর্ব। এই পর্বের শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ।
এই ম্যাচের টস জিতেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে ইয়াসির আলি রাব্বির নেতৃত্বাধীন খুলনা টাইগার্স।
এই ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে কুমিল্লা। দলটির একাদশ থেকে বাদ পড়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। তার পরিবর্তে একাদশে এসেছেন আশিকুর জামান। এদিকে দুটি পরিবর্তন এনেছে খুলনা শিবির। বাদ পড়েছেন অ্যান্ড্রু বালবার্নি ও নাহিদ রানা। বিপরীতে একাদশে এসেছেন আহমেদ বাট ও শফিকুল ইসলাম
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, জনসন চার্লস, খুশদিল শাহ, জাকের আলী অনিক, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাসিম শাহ ও আশিকুর জামান।
খুলনা টাইগার্স একাদশ
ইয়াসির আলি রাব্বি (অধিনায়ক), তামিম ইকবাল, শাই হোপ, মাহমুদুল হাসান জয়, আজম খান, শরিফ উদ্দিন, নাহিদুল ইসলাম, মার্ক দেয়াল, আহমেদ বাট, নাসুম আহমেদ ও শফিকুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post