স্পোর্টস ডেস্ক:: বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের আলোচিত তারকা ক্রিকেটার রাকিম কর্নওয়াল। বিশাল দেহ নিয়ে ক্রিকেট মাঠে দাঁপিয়ে বেড়ানো এই তারকার বিপিএল পর্ব শেষ। সিলেট পর্ব শেষেই ফিরে গেছেন নিজ দেশে।
রাকিম কর্নওয়াল সিলেট পর্বেই খেলেছেন বিপিএলের তিনটি ম্যাচ। তিন ম্যাচ খেলে কর্নওয়াল রান করেছেন ১৮, ০ ও ৪। বল হাতে উইকেটও শিকার করেছেন তিনি। বিপিএলে স্ট্রাইকার্সের জার্সিতে শিকার করেছেন চারটি উইকেট।
মারকুটে এই ব্যাটসম্যানের কাছ থেকে প্রত্যাশা মতো পারফরম্যান্স পায়নি স্ট্রাইকার্সরা। দৈত্যদেহী রাকিম কর্নওয়াল হতাশ করেছেন সমর্থকদের। বিপিএলের মাঝ পথেই তাকে ফিরতেও হচ্ছে। যদিও আনুষ্ঠানিক ভাবে বলা হচ্ছে চোটে পড়েছেন এই ক্রিকেটার। সিলেটের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে। স্ট্রাইকার্সের এক পোস্টে বলা হয়েছে, ‘ক্রিকেট–সমর্থকদের জন্য দুঃসংবাদ।
বিপিএলের পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই স্ট্রাইকার্সরা। ছয় ম্যাচ খেলা দলটি জিততে পেরেছে মাত্র দু’টি ম্যাচ। সাত দলের বিপিএলে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে চায়ের শহরের ফ্র্যাঞ্চাইজিটি। সিলেটের ষষ্ঠ স্থানে আছে দুর্বার রাজশাহী। আর সবার শেষে অবস্থান ঢাকা ক্যাপিটালসের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০