নিজস্ব প্রতিবেদক:: মাহা-সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে শ্বাসরুদ্ধকর লো স্কোরিং ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২ উইকেটে হারিয়েছে। মাত্র ১২৮ রান টার্গেটে খেলতে নামা ওয়ান্ডারার্স অর্ধশতক পেরুতেই সাত উইকেট হারিয়ে বসে। মোমিনের লড়াকু ফিফটিতে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারে দলটি।
সিলেট জেলা স্টেডিয়ামে আগে ব্যাট করা ব্রাদার্স ইউনিয়ন ৪৫.৩ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন সুমন। সুজন করেন ১৭ রান। বাপ্পার ব্যাট থেকে আসে ১৫ রান।
ওয়ান্ডারার্স ক্লাবে হয়ের মোমিন ৩টি, ফাহাদ, মাহিন, অজিত,মইনুল ও লাবিব ১টি করে উইকেট লাভ করেন।
১২৮ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়ান্ডারার্স ক্লাব। অর্ধশতক পেরুতেই সাত উইকেট হারিয়ে ফেলে দলটি। তখনো তিন উইকেটে ৬৪ রানের প্রয়োজন ওয়ান্ডারার্সের। ব্যাট হাতে রুখে দেন মোমিন। লড়াই একাই তুলে নেন ৬০ রান। তাতেই ২ উইকেটে ম্যাচ জিতে যায় ওয়ান্ডারার্স। এছাড়াও মাহিন করেন ২৩ রান।
ব্রাদার্স ইউনিয়নের হয়ে রনি ৪, সামাদ ২, জনি ও বাপ্পা ১টি করে উইকেট লাভ করেন। ম্যাচ সেরা হন ওয়ান্ডারার্সের মোমিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post