স্পোর্টস ডেস্ক:: লেস্টার সিটির তারকা দেওয়ান হামজা চৌধুরী বাংলার ফুটবল প্রেমীদের মন জয় করে আবারো লন্ডন ফিরে যাচ্ছেন। ভারতের বিপক্ষে গোল শুন্য ড্র’ ম্যাচে দুর্দান্ত খেলেছেন হামজা। একের পর এক বল বানিয়ে দিলেও স্ট্রাইকাররা তা কাজে লাগাতে পারেননি। ফলে ম্যাচ না জিতে ‘ড্র’ করেই আসতে হয়েছে বাংলাদেশ দলকে।
২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে পরদিন ২৬ মার্চ ঢাকায় ফিরে ফিরে বাংলাদেশ দল। দলের সঙ্গে ঢাকায় আসেন হামজা চৌধুরীও। আজ বৃহস্পতিবার ঢাকা থেকে বিমানযোগে সিলেট এসেছেন। দুপুরের ফ্লাইটে সিলেট থেকে লন্ডন চলে যাবেন তিনি।
বাংলাদেশ জাতীয় দলের আপাতত আর কোনো খেলা নেই। অ্যাসাইনমেন্ট না থাকায় নিজ গন্তব্য লন্ডনে ফিরে যাচ্ছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা গত ১৭ মার্চ সিলেটে আসেন। ইংল্যান্ডে বেড়ে উঠা হামজা চৌধুরীর পৈত্রিক বাড়ী হবিগঞ্জের বাহুবল উপজেলায়।
নিজ বাড়িতে একদিন অবস্থান করে ১৮ মার্চ দলের সঙ্গে ঢাকায় যোগ দিন লেস্টার সিটির তারকা হামজা। এরপর শিলংয়ে যান ভারত ম্যাচের জন্য। জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশ খেলে স্বাগতিক ভারতের বিপক্ষে দুর্দান্তও খেলেন তিনি।
দেওয়ান হামজা চোধুরী অবশ্য এখন লেস্টার সিটিতে নয়, ক্লাবটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলছেন। তার বাবা একজন বাংলাদেশী নাগরিক। তবে জন্ম, বেড়ে উঠা সব কিছুই ইংল্যান্ডে। ইংলিশ যুব দলেও খেলেছেন এই প্রবাসী ফুটবলার।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গত বছরের শেষ দিকে হামজাকে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি দেয়। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে ঢাকায় আমন্ত্রণ করে এবং ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেক হয় এই প্রবাসী ফুটবলারের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০