স্পোর্টস ডেস্ক:: গ্রিস জাতীয় ফুটবল দলের একজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জাতীয় দলের রক্ষণভাগের খেলোয়াড় জর্জ বলডক নিজ বাড়ির সুইমিংপুলে মা্রা গেছেন। স্থানীয় পুলিশ তার বাড়ীর সুইমিংপুল থেকে নিথর দেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিক ভাবে পুলিশ তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে পারেনি।
জর্জ বলডক গ্রিসের ক্লাব প্যানাথিনাইকসের হয়ে খেলে থাকেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৩১ বছর। পুলিশের বরাত দিয়ে গ্রিসের গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ এথেন্সের শহরতলি গ্লিফাদায় বলডকের বাড়িতে গিয়ে অবচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর ‘কার্ডিওপুলমোনারি রিসাসিটেশন’ দিয়ে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করা হয়। তবে কোনো চেষ্টাই কাজে লাগেনি।
বলডকের জন্ম ইংল্যান্ডের বাকিংহ্যামে। ফুটবলের হাতেখড়ি থেকে শুরু করে বেড়ে উঠা, শৈশব, কৈশোরকাল কেটেছে তার ইংল্যান্ডেই। আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের জন্য মায়ের সূত্রে বেছে নেন গ্রিস জাতীয় দলকে। ক্লাব ফুটবলে তিনি প্রিমিয়ার লিগের দল শেফিল্ড ইউনাইটেডও খেলেছেন। ২০১৭ সালে নাম লেখান এখানে। ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন ক্লাবটিতেই।
শেফিল্ড ২০১৮-১৯ মৌসুমে বেশ চমক উপহার দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নবম হয়েছিল। দলকে টেবিলের উপরের দিকে রাখতে নজরকাড়া পারফরম্যান্স দেখান বলডক। পরের মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয় তাদের। গত মৌসুমে আবার প্রিমিয়ার লিগে খেলে তারা। ক্লাবটির এই উত্থান-পতনের সাথেই ছিলেন বলডক।
প্রিমিয়ার লিগে শেফিল্ডকে তুলে গত বছর ক্লাবটি ছাড়েন তিনি। নাম লেখান প্যানাথিনাইকসে। নতুন ক্লাবে তিন বছরের চুক্তি ছিল জর্জ বলডকের। কিন্তু স্রেফ চার ম্যাচ শেষেই জীবনের ইতি ঘটলো তার। চুক্তির তিন বছরের এক বছরও যায়নি। জীবনের চুক্তিই শেষ হয়ে গেছে এই তরুণ ফুটবলারের। গ্রিস জাতীয় দলের হয়ে ১২টি আন্তজার্তিক ম্যাচ খেলেছেন তিনি। তার বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে ইংল্যান্ড ও গ্রিসের ফুটবলে। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে গ্রিস জাতীয় দল, প্যানাথিনাইকস, গ্রিক সুপার লিগ কর্তৃপক্ষ, শেফিল্ড ইউনাইটেডসহ তার সাবেক ক্লাবগুলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০