নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সমালোচিত এক কাণ্ড ঘটিয়েছেন খালেদ মাহমুদ সুজন। ড্রেসিং রুমে বসে প্রকাশ্যে ধূমপান করেছেন তিনি। একে তো খুলনা টাইগার্সের কোচ তার উপর আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রভাবশালী পরিচালক। বিসিবির বিভিন্ন কমিটির দায়িত্বে আছেন তিনি।
সাধারণত স্টেডিয়াম এলাকায় ধূমপান করা নিষেধ। অথচ গুরুত্বপূর্ণ দায়িত্বে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের দিন প্রকাশ্যেই ধূমপান করেন তিনি। টিভি ক্যামেরায় ধরা পড়ে এমন ঘটনা। যা কিনা প্রচণ্ড সমালোচনার জন্ম দেয়। অবশেষে এমন কাজের জন্য বিসিবি থেকে শাস্তি পেয়েছেন তিনি।
বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২.২০ ধারা অনুযায়ী ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে সুজনকে। একইসাথে নামের পাশে যুক্ত করা হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। সুজন সেই শাস্তি মেনেও নিয়েছেন। বিসিবির পক্ষ থেকে পরিচালককে এমন শাস্তি দেওয়ার নজির নেই খুব একটা।
এদিকে সুজনের সাথে আরও তিন জন শাস্তি পেয়েছেন এদিন। তারা হলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেন সৈকত, রংপুর রাইডার্সের দুই ক্রিকেটার শেখ মেহেদী ও নিকোলাস পুরান। প্রথম কোয়ালিফায়ারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে মোসাদ্দেককে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
এর বাইরে বরিশালের বিপক্ষে এলিমেনিটর ম্যাচে জয়ের পর উল্লাস করতে গিয়ে হেলমেট খুলে সেটা ব্যাট দিয়ে আঘাত করেন শেখ মেহেদী। যার জন্য ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা ও সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে সুজনকে। আর বিসিবির রীতি ভেঙে ৫০ শতাংশ জরিমানার মুখে পড়েছেন নিকোলাস পুরান। সঙ্গে দুটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post