সুনামগঞ্জ প্রতিনিধি:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৪,১৬ ও ১৮ সুনামগঞ্জ জেলা দল গঠনের জন্য ক্রিকেটারদের বাছাই শুক্রবার অনুষ্টিত হবে।
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় এসব বয়স ভিত্তিক দলে খেলতে আগ্রহী ক্রিকেটারদের ক্রীড়া সামগ্রী নিয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। বিসিবির কোচরা প্রাথমিক বাছাই সম্পন্ন করবেন।
আগ্রহী খেলোয়াড়দেরকে বয়সের স্বপক্ষে ডিজিটাল জন্ম নিবন্ধন, পি.এস.সি, জে.এস.সি ও এস.এস.সি সার্টিফিকেট নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জেলা স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন বিসিবি কাউন্সিলর ও সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের সম্পাদক মোঃ রেজওয়ানুল হক রাজা।
অনুর্ধ্ব ১৪ দলে ১লা সেপ্টেম্বর ২০০৯ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে। অনুর্ধ্ব ১৬ দলে ১লা সেপ্টেম্বর ২০০৭ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে। অনুর্ধ্ব ১৮ দলে ১লা সেপ্টেম্বর ২০০৫ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post