স্পোর্টস ডেস্কঃ সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরে বড় দুঃসংবাদ। চোটের কারণে ওয়াশিংটন সুন্দর ছিটকে গেছেন আইপিএল থেকে। এক বিবৃতিতে এই দুঃসংবাদ জানিয়েছে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি। তারা জানিয়েছে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সুন্দর। আইপিএলের বাকি অংশে আর খেলতে পারবেন না এই অলরাউন্ডার।
আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত দ্যুতি ছড়াতে পারেন নি সুন্দর। বল হাতে প্রথম ছয়টি ম্যাচেই উইকেটশূন্য ছিলেন ডানহাতি এই অফ-স্পিনার। নিজের খেলা শেষ ম্যাচে ২৮ রান খরচায় তিন উইকেট নেন তিনি। ব্যাট হাতে শেষ ম্যাচেই ২৪ রানের অপরাজিত একটি ইনিংস খেলতে পেরেছেন তিনি। এটিই এখন পর্যন্ত এবারের আসরের তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হায়দ্রাবাদ লিখেছেন, ‘ওয়াশিংটন সুন্দর হ্যামস্ট্রিং চোটের কারণে আইপিএল ২০২৩ থেকে বাদ পড়েছেন। দ্রুত সুস্থ হও ওয়াশি’
সুন্দরের ছিটকে যাওয়া হায়দ্রাবাদের জন্য একটি বড় ধাক্কা। আইপিএলে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে দলটি। সাতটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে তারা। হেরেছে বাকি পাঁচটি ম্যাচেই। আর তাই পয়েন্ট তালিকায় দশ দলের মধ্যে নয় নম্বরে আছে।
আসরে হায়দ্রাবাদের পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। এই ম্যাচে হারলে পয়েন্ট তালিকার একদম তলানিতে চলে যাবে এইডেন মার্করামের দলটি। আর এমন অবস্থায় দলের অন্যতম সেরা অলরাউন্ডার সুন্দরকেও হারিয়েছে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post