স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ‘গ্রুপ-২’ এ আজ রাতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র। খেলাটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। সরাসরি দেখা যাবে নাগরিক টিভি ও স্টার স্পোর্টসে। ইতোমধ্যে এই ম্যাচের টস পর্ব সম্পন্ন হয়েছে। যেখানে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
গ্রুপ পর্বে এবার বরাবরের মতো দাপট দেখাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। চারটি ম্যাচেই জয় পেলেও প্রতিটি ম্যাচেই কঠিন চাপের মুখে পড়তে হয়েছে তাদের। স্নায়ুর পরীক্ষায় পাশ করেই সুপার এইটে জায়গা করে নিয়েছে তারা। নকআউট পর্বে বরাবরই চোক করে বিদায় নেওয়া প্রোটিয়াদের অভ্যাস। তবে সুপার এইট পর্বও লিগ পদ্ধতিতে হওয়ায় আশাবাদী তারা। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হওয়ায় জয় দিয়েই এই রাউন্ড শুরু করার ব্যাপারে আশাবাদী তারা।
অন্যদিকে সবাইকে ভুল প্রমাণ করে যুক্তরাষ্ট্র দুর্দান্ত পারফরম্যান্স করে। প্রথম ম্যাচে তারা কানাডাকে উড়িয়ে দেয়। সেটা স্বাভাবিকভাবেই নেয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু পরের ম্যাচে তারা পাকিস্তানের মতো শক্তিশালী দলকে সুপার ওভারে হারিয়ে দেয়। এবার নড়েচড়ে বসে ক্রিকেটপ্রেমীরা। এরপর ভারতের সঙ্গে তারা লড়াই করেও পেরে ওঠেনি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে প্রথমবার বিশ্বকাপ খেলা যুক্তরাষ্ট্র ইতিহাস গড়ে সুপার এইটে ওঠে। আজ তাদের সামনে শক্তিশালী প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে ও তাবরেজ শামসি
যুক্তরাষ্ট্র একাদশ: শায়ান জাহাঙ্গীর, স্টিভেন টেলর, অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স, নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, জসদীপ সিং, নস্টুশ কেনজিগে, আলী খান ও সৌরভ নেত্রাভালকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post