স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোরের চূড়ান্ত তালিকায় শেষ দিনে এসে নাম নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে আফগানিস্তানের টার্গেট ছিল ২৯২ রান। ৩৭.১ ওভার পর্যন্ত সুযোগ ছিল তাদের। শেষ বল পর্যন্ত কক্ষপথেই ছিল আফগানরা। তবে, এক বলে তিন রান নিতে ব্যর্থ হওয়া আর হিসেবের গড়মিলে আফগানিস্তানকে দেখা যাবে না শেষ চারের লড়াইতে।
লঙ্কানদের আগে এই পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত। আফগানদের পাশাপাশি আসর থেকে ছিটকে গেছে প্রথমবার অংশ নেওয়া নেপাল। এদিকে আজ (বুধবার) থেকে মাঠে গড়াচ্ছে সুপার ফোরের লড়াই। এই পর্ব চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সুপার ফোরে খেলা হবে রবিন রাউন্ড পদ্ধতিতে। প্রথাগত সেমিফাইনালের বদলে এখানে ফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে পয়েন্ট টেবিল পদ্ধতি। প্রতিটি দল এই পর্বে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
প্রথম দিনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। আর এই ম্যাচ দিয়েই শেষ হবে এবারের এশিয়া কাপের পাকিস্তান পর্ব। এরপর চারদলই পাড়ি জমাবে শ্রীলঙ্কায়। কলম্বোয় হবে সুপার ফোরের বাকি ম্যাচগুলো। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ৯ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। আর এই পর্বে টাইগারদের সবশেষ ম্যাচে প্রতিপক্ষ ভারত। ম্যাচটি হবে ১৫ সেপ্টেম্বর, কলম্বোতে।
এশিয়া কাপের সুপার ফোরের সূচি:
৬ সেপ্টেম্বর বাংলাদেশ-পাকিস্তান ৩টা ৩০ মিনিট লাহোর
৯ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ৩টা ৩০ মিনিট কলম্বো
১০ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ৩টা ৩০ মিনিট কলম্বো
১২ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা ৩টা ৩০ মিনিট কলম্বো
১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-পাকিস্তান ৩টা ৩০ মিনিট কলম্বো
১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত ৩টা ৩০ মিনিট কলম্বো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post