নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উড়ন্ত শুরু পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। আর সেই ফর্মের অন্যতম কারিগর তৌহিদ হৃদয়। এই তরুণ ব্যাটার নিজের দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে ভালো অবস্থানে রেখেছেন। তবে ঢাকার বিপক্ষে শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাতে আঘাত পান।
হাতের তালু ও আঙ্গুলে লাগে ৮ সেলাই। সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। যার ফলে টপ অর্ডারে গুরুত্বপূর্ণ জায়গায় সিলেট স্ট্রাইকার্স কাকে খেলাবে, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে সেই প্রশ্নের সম্মুখীন হতে হয় আকবর আলিকে।
নিচের দিকে ব্যাট করা আকবর আলি যদি নিজে সেই সুযোগ পান, তাহলে কাজে লাগানোর চেষ্টাই করবেন। এছাড়া কে খেলবে, দলের সেই পরিকল্পনা ফাঁস করতে চান না বলে জানিয়েছেন আকবর।
আকবর আলি বলেন, ‘আমি এত কিছু ভাবি না। যেখানে দল সুযোগ দেবে, সেখানে সেরাটা দেওয়ার চেষ্টা করি। সবায়ই চায় যে একটু বেশি সময় ব্যাট করতে পারলে ভালো। এখন টপ অর্ডারে তিন-চারটা জায়গা আছে, একটা দলে ব্যাটার খেলে সাত জন। কাউকে না কাউকে নিচের দিকে খেলতেই হবে। তো এখানে কিছু করার নেই। সুযোগ আসলে আমিও চেষ্টা করব উপরে ব্যাট করার, আমি সবসময়ই ফ্লেক্সিবল।’
কে খেলবেন সেই প্রশ্নে আকবরের ভাষ্য, ‘এটা আমাদের ম্যাচ পরিকল্পনার অংশ। এটা ফাঁস করতে পারব না আমি। যেভাবে সে (হৃদয়) খেলছিল, অবিশ্বাস্য, তার বদলে যে-ই আসবে, তার জন্য বড় দায়িত্ব থাকবে। এটা কে করবে, আমি সেটা বলতে পারব না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post