নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সবশেষ সেই ২০১৮ জানুয়ারিতে খেলেছিলেন নাসির হোসেন। এরপর পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিবেচনার বাইরেই আছেন এ অলরাউন্ডার। তবে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবার নজরে এসেছেন তিনি। ঢাকা ডমিনেটর্সকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন দলকে।
এখন পর্যন্ত ৮ ম্যাচে ৫৮.২০ গড়ে ২৯১ রান করেছেন নাসির। পুরো আসরে দুই হাফ সেঞ্চুরি পাওয়া এই ব্যাটারের স্ট্রাইক রেট ১২৫.৯৭। যেখানে ফরচুন বরিশালের বিপক্ষে অপরাজিত ৫৪, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ৪৪ আর পরের ম্যাচে করেছিলেন ৩৯ রান। এ ছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪৫ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস আছে তার।
ফর্মের তুঙ্গে থাকা নাসির গত সপ্তাহেই বলেছিলেন জাতীয় দলে আবার খেলতে চান। তবে শনিবার বদলে গেলো নাসিরের বক্তব্য। তিনি জানান, জাতীয় দল বা জাতীয় দলের আশেপাশে থাকার জন্য নয়; সুস্থ থেকে ৫-৬ বছর ক্রিকেট খেলতে চান নাসির। ঢাকার অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেন, ‘না, আমি আসলে এসব নিয়ে চিন্তাও করি না যে কোথায় কি হবে না হবে। শুধুমাত্র আমি একটা জিনিস জানি এখন যতদিন ফিট থাকবো ততদিন ক্রিকেট খেলবো এবং যেখানেই খেলি না কেন ভালো পারফর্ম করে খেলতে চাই।’
নাসির আরো বলেন, ‘হয়ত ৫-৬ বছর খেলবো ক্রিকেট যদি সুস্থ থাকি। এখন এটা চিন্তা করি না যে আমাকে জাতীয় দলে খেলতে হবে, টাইগার্সে সুযোগ পেতে হবে বা ওরকম কিছু। আমার কাজ হচ্ছে মাঠে যাই, উপভোগ করি (ক্রিকেট) এবং ভালো পারফর্ম করার চেষ্টা করি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post