স্পোর্টস ডেস্কঃ রানের পাহাড় গড়ে তৃতীয় টি-টোয়েন্টি শ্রীলঙ্কাকে অনায়াসে হারাল ভারত। শনিবার রাজকোটে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। আগে ব্যাটিং করে সূর্যের তোপে ২২৮ রানের পুঁজি পায় ভারত। জবাব দিতে গিয়ে ২০ বল আগে ১৩৭ রানে গুটিয়ে গেছে দাসুন শানাকার দল। ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
৫১ বলে অপরাজিত ১১২ রানের টর্নেডো ইনিংস খেলে ম্যাচের নায়ক সূর্যকুমার। ৯ ছক্কা ও ৭টি চারে গড়া তার তৃতীয় সেঞ্চুরির ইনিংসটি। পাহাড়সম রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটাররা কখনই দলকে লড়াইয়ে রাখতে পারেননি। শেষ পর্যন্ত তারা ১৬.৪ ওভারে ১৩৭ রানে অল আউট হয়ে যায়। আর্শদীপ সিং ২০ রান দিয়ে ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেন হার্দিক, উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল। অক্ষর প্যাটেল ১টি উইকেট তুলে নেন।
মুম্বাইয়ে সিরিজের প্রথম ম্যাচে ২ রানে জিতেছিল ভারত। এরপর পুনেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬ রানে জিতে সমতায় ফিরেছিল শ্রীলঙ্কা। এবার রাজকোটে টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত জিতল ৯১ রানে। মঙ্গলবার থেকে গোয়াহাটিতে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post