স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার কিউইদের জয় ১৯ রানে। দলের জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন টিম সেইফার্ট। ৩৪ বলে ৩ ছক্কা ও ২ চারে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ওপেনার। এরপর বল হাতে ৫ উইকেট নেন টিম সাউদি। ২০১০ সালের পর এই ফরম্যাটে ৫ উইকেটের স্বাদ পেলেন এই ডানহাতি পেসার।
গত রাতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের প্রথম বলেই চ্যাড বাওয়েসকে হারায় নিউজিল্যান্ড। শুরুতে উইকেট হারালেও আরেক প্রান্তে ঝড় তোলেন সেইফার্ট। ফিফটি পূর্ণ করেন তিনি ৩০ বলে। চলমান লঙ্কা প্রিমিয়ার লিগে গল টাইটান্সের হয়ে খেলছিলেন এই ব্যাটার। তবে জাতীয় দলের ম্যাচ থাকায় চলে আসেন দুবাইয়ে। ফ্র্যাঞ্চাইজি লিগের ফর্ম তিনি ধরে রাখেন জাতীয় দলের জার্সি গায়েও।
মিডল অর্ডারে নামা দুই কিউই ব্যাটার মার্ক চাপম্যান ও মিচেল স্যান্টনার সুবিধা করতে পারেন নি। জিমি নিশাম আউট হন ২২ বলে ২৫ রান করে। কোল ম্যাকনকি ২৪ বলে ৩১ ও রাচিন রবীন্দ্র ১১ বলে করেন ২১ রান। তাতে সফরকারীরা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৫৫ রান। আমিরাতের হয়ে বাসিল হামিদ ও জুনাইদ সিদ্দিকী ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোহাম্মদ ফরাজউদ্দিন ও জহুর খান।
রান তাড়ায় কিউইদের মত প্রথম বলেই উইকেট হারায় আমিরাত। মুহাম্মদ ওয়াসিমকে এলবিডব্লিউ করে ফেরান সাউদি। আরেক ওপেনার আরিয়ানস শার্মার দারুণ ইনিংসে জয়ের সম্ভাবনা জাগায় স্বাগতিকরা। শেষদিকে এসে ৫ উইকেট হাতে রেখে ৩১ বলে তাদের প্রয়োজন ছিল ৪১ রান। কিন্তু শার্মা ৪৩ বলে ৬০ রান করে ফেরার পর আর পেরে ওঠেনি তারা। ২১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ১৩৬ রানে।
২৫ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা অভিজ্ঞ পেসার সাউদি। এছাড়া দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা কাইল জেমিসন নেন ১ উইকেট। স্যান্টনার ও নিশাম নেন ২টি করে উইকেট। একই মাঠে আগামী শনিবার হবে দু’দলের দ্বিতীয় ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post