স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে জয় খরা কাটাল ইংল্যান্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে বুধবার বড় জয় পেয়েছে তারা। ডাচদের উড়িয়ে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখল জস বাটলারের দল। বেন স্টোকসের মহাকাব্য লেখা সেঞ্চুরির পর মঈন আলী-আদিল রশিদের স্পিনে ১৬০ রানের রেকর্ডগড়া জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
দলের জয়ে সেঞ্চুরি করে ১২৯ রান করে বড় ভূমিকা রাখেন স্টোকস। বিশ্বকাপে এটি তার প্রথম সেঞ্চুরি। তবে নিজের এমন মাইলফলকের দিনে দলের জয় পাওয়াতেই বেশি খুশি বলেন জানান এই বাঁহাতি ব্যাটার। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে স্টোকস বলেন, ‘সেঞ্চুরির থেকেও দলের জয় পাওয়াতে বেশি খুশি। আমাদের জন্য কঠিন এক বিশ্বকাপ যাচ্ছে। ব্যাটিংয়ের জন্য আদর্শ ছিল উইকেট। মাঝে মাঝে বল লাফিয়ে উঠছিল। ওকস এবং আমি জুটি গড়ে দলকে এগিয়ে নিয়েছিলাম।’
ইংল্যান্ডের মিডল অর্ডারের ব্যর্থতার দিনে ক্রিস ওকসকে সঙ্গে নিয়ে স্টোকস খেললেন মনে রাখার মতো এক ইনিংস। ৬ চার আর ৬ ছয়ের সাহায্যে ৮৪ বলে করেছেন ১০৮ রান। সপ্তম উইকেট জুটিতে ওকসকে নিয়ে ৮১ বলে ১২৯ রানের অনবদ্য জুটি গড়েন তিনি। ৪৫ বলে গুরুত্বপূর্ণ ৫১ রান করেন ওকস। ইনিংসের দুই বল বাকি থাকতে আউট হন স্টোকস। তাতেই অবশ্য ম্যাচসেরার পুরস্কার নিশ্চিত করেছেন এই অলরাউন্ডার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post