নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে লিড নিয়েছে বাংলাদেশ দল। আইরিশদের ২১৪ রানের সংগ্রহ টপকে গেছে স্বাগতিকরা। তবে সেই পথে সেঞ্চুরি মিস করেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে এসে ভালো ব্যাট করলেও, মাত্র ১৩ রানের জন্য তিন অঙ্কের রানের ঘর স্পর্শ করতে পারেননি।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে আউট হন সাকিব। ৪৪তম ওভারের শেষ বলে দলীয় ১৯৯ রানের মাথায় তিনি আউট হন ম্যাকব্রিনের বলে। তবে এর আগে আক্রমণাত্বক ব্যাটিংয়ে ৯৪ বলে ১৪ বাউন্ডারিতে ৮৭ রান করেন তিনি। চতুর্থ উইকেট মুশফিকুর রহিমের সাথে ১৫৯ রানের জুটি গড়েছিলেন সাকিব।
সাকিবের আউটের পর উইকেটে এসেছেন লিটন দাস। মুশফিকুর রহিম এখন তাকে নিয়ে এগোচ্ছেন। দুজনের ব্যাটে আয়ারল্যান্ডের করা ২১৪ রান টপকে গেছে বাংলাদেশ। সেই রান টপকে লিড নিয়েছে স্বাগতিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সবশেষ সংগ্রহ ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান। বাংলাদেশ পেয়েছে ২৩ রানের লিড। সেঞ্চুরির পথে আছেন মুশফিক। তিনি ১১৯ বলে ১১ বাউন্ডারি ও ১ ছক্কায় ৯০ রানে অপরাজিত। অপরদিকে লিটন দাস ৩ বাউন্ডারিতে ১৬ বলে ১৭ রানে অপরাজিত।
এর আগে দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ১৭০ রান। এই সেশনে ২৭ ওভার খেলে ১ উইকেট হারিয়ে স্বাগতিকরা তুলে ১৩৬ রান। মিরপুরের হোম অব ক্রিকেটে নিজেদের প্রথম ইনিংসে আগের দিনের করা ২ উইকেট হারিয়ে ৩৪ রান নিয়ে দ্বিতীয় দিন আজ সকালে ফের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। তবে শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। দিনের তৃতীয় ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেন টপ অর্ডার ব্যাটার মুমিনুল হক।
মার্ক অ্যাডায়ারের বলে বোল্ড আউট হয়ে মুমিনুল বিপদে ফেলে যান দলকে। দলীয় ৪০ আর ব্যক্তিগত ১৭ রানে কাঁটা পড়েন এই বাঁহাতি ব্যাটার। ৪০ রানের ৩ উইকেট হারানো দলের হয়ে এরপরই হাল ধরেন দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। দুজনের দারুণ জুটিতে ছুটে চলে বাংলাদেশ। দলের রান দেড়শ’র ঘর পার করেই বিরতিতে যান। সেখান থেকে ফিরে এসে, আরও ২৯ রান যোগ করেন দলের নামের পাশে।
তবে দলের রান দুইশ ছোঁয়ার আগেই প্যাভিলিয়নে ফেরেন সাকিব। যদিও এর আগে উদ্ধার করেছেন দলকে বিপদের হাত থেকে। শুরুর ধাক্কা সামলে দারুণভাবে খেলেছেন। বাংলাদেশও খুজে পেয়েছে আশা। অপরদিকে আয়ারল্যান্ড বুঝেছে অভিজ্ঞতার বাস্তবতা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post