স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালের কাছে ৪-২ গোলে হেরেছে ব্রাজিল। পর্তুগালের লিসবনে মঙ্গলবার রাতে সেলেসাওদের এটি ২০১৪ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ড। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-০ গোলে হেরেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এর পরের ম্যাচে ব্রাজিল নেদারল্যান্ডসের কাছে হেরেছিল ৩-০ ম্যাচে। সেটাই ছিল দ্বিতীয় সর্বাধিক গোলে হারের রেকর্ড।
গত বছর কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনেজের হাত ধরে তিন ম্যাচ খেলে দুটি হারল ব্রাজিল। সেনেগালের বিপক্ষে দ্বিতীয়বারের দেখায় প্রথম হারের স্বাদ পেয়েছে লাতিন আমেরিকার দেশটি। ২০১৯ সালে সিঙ্গাপুরে দু’দলের প্রথম ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। এবার পাঁচ বারের বিশ্বকাপজয়ীদের জালে ৪ গোল দিয়ে ম্যাচ জিতল সাদিও মানের দল।
ম্যাচ শেষে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকা মেনেজ জানান, তিনি এই হারকে দেখছেন শেখার উপলক্ষ হিসেবে। মেনেজ বলেন, ‘সাহস রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচটা আমরা জয় দিয়ে শেষ করতে পারতাম। তবে ফুটবল আপনি জিতবেন, না হয় শিখবেন। আমরা অনেক কিছু শিখেছি, এটা এই দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, ব্রাজিলের সামনে অনেক চ্যালেঞ্জ আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post