নিজস্ব প্রতিবেদকঃ আগের দিন থেকেই আন্দাজ করা যাচ্ছিল। কেননা প্রথম দুই দিনের মতো তৃতীয় দিনও সাউথ জোনের হাতেই ছিল ম্যাচের লাগাম। চতুর্থ দিনে এসে, সেই সাউথ জোনের পক্ষেই ফলাফল। সেন্ট্রাল জোনকে ইনিংস ও ৩৩ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন সাউথ জোন। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দশম আসরের শিরোপা ঘরের তুললো সাউথ।
ম্যাচে ব্যাট হাতে কারিশমা দেখিয়েছেন সাদমান ইসলাম। সঙ্গ দিয়েছেন মার্শাল আইয়ূব। এরপর বল হাতে নৈপুণ্য খালেদ আহমেদ, নাজমুল হোসেন অপুর। আর তাতেই একচেটিয়া আধিপত্যে ষষ্ঠবারের মতো শিরোপার মুকুট সাউথ জোনের। ডাবল সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা ২৪৬ রান করে ম্যাচ সেরা হয়েছেন সাদমান ইসলাম।
কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সাউথ জোনের করা ৫০০ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৩০ রানে অলআউট হওয়ার পর ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নামে সেন্ট্রাল জোন। আগের দিনই নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে থেকে দিন পার করে সেন্ট্রাল।
সেখান থেকে আজ সকালে ফের ব্যাটিংয়ে নামে সেন্ট্রাল। তবে দলটি অলআউট হয়ে যায় মাত্র ২৩৭ রানেই। খালেদ আহমেদের পেস তোপের পাশাপাশি অপুর স্পিন ভেলকিতে ধরাশায়ী সেন্ট্রাল জোন। লোয়ার অর্ডারে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন আবু হায়দার রনি। ১২৭ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় সাজান নিজের ইনিংস। ৯ বাউন্ডারিতে ৬৩ রান করেন শরিফুল্লাহ। ৫ বাউন্ডারি ও ১ ছয়ের মারে মোহাম্মদ মিঠুন করেন ৪৯ রান।
সাউথ জোনের হয়ে খালেদ একাই শিকার করেন ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্যারিয়ারে পঞ্চমবারের মতো পাঁচ উইকেট আর ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। এর বাইরে অপু নেন ৩ উইকেট, আর ২ উইকেট শিকার করেন অপু।
এর আগে ৫ উইকেটে ৫০০ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে সাউথ জোন। দলের পক্ষে একাই ২৪৬ রান করেন সাদমান। এছাড়া মার্শাল আইয়ূব ১২০ রান করেন। সেন্ট্রালের হয়ে হাসান মুরাদ ২ উইকেট শিকার করেন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে সেন্ট্রাল জোন অলআউট হয় মাত্র ২৩০ রানে। জাকের আলি অনিক সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া আরিফুল হক ৪০ রান করেন। সাউথ জোনের হয়ে নাজমুল ইসলাম অপু ৩টি উইকেট নেন সর্বোচ্চ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post