নিজস্ব প্রতিবেদকঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় লেগে মালদ্বীপকে হারাল বাংলাদেশ। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে মালেতে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল দু’দল। তাতে দুই লেগ মিলিয়ে প্রথম রাউন্ডে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে হাবিয়ের কাবরেরার দল।
দারুণ জয়ের মাঠেই উৎসব করেছেন জামাল ভূঁইয়ারা। নিজেদের পতাকা নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি ইসরায়েলের আগ্রাসনে পর্যুদস্ত ফিলিস্তিনকেও স্মরণ করেন তারা। ‘সেইভ প্যালেস্টাইন’ ব্যানার তুলে ধরে কিছু সময়ের জন্য আনন্দে মাতেন রাকিব-বিশ্বনাথরা।
ফিলিস্তিনের পতাকা সংবলিত ব্যানার নিয়ে উদযাপন প্রসঙ্গে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রাকিব হোসেন বলেছেন, ‘ফিলিস্তিন একটা মুসলিম দেশ। আমাদের বিশ্বনাথ বলেছে, গোল করতে পারলে, জিততে পারলে ওদের (ফিলিস্তিন) আমরা সমর্থন দেবো। তাই ওই পতাকা নিয়ে উদযাপন করেছি।’
ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধ এখন বিশ্বব্যাপী সবচেয়ে বড় আলোচিত বিষয়। নানা অঙ্গনের তারকারা পাশে দাঁড়াচ্ছেন ফিলিস্তিনের। কয়দিন আগে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান সহমর্মিতা প্রকাশ করেন। এবার শামিল হলো বাংলাদেশ ফুটবল দলও।
আজ ম্যাচ শুরুর মাত্র ১১ মিনিটের মাথায় লিড পায় বাংলাদেশ। এ সময় সাদ উদ্দিনের বাড়িয়ে দেয়া বল পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। তিনি সেখান থেকে রাকিব হোসেনকে বাড়িয়ে দেন কাটব্যাক করে। রাকিব দুর্দান্ত প্লেসিং শটে গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা।
তবে ম্যাচের ৩৬ মিনিটে সমতা ফেরায় মালদ্বীপ। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড নিয়ে জালে জড়ান ইব্রাহিম হাইসাম। এরপর উভয় দল আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু গোল আদায় করে নিতে পারেনি। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর বাংলাদেশ আবারও এগিয়ে যায়। ৪৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে সাদ উদ্দিন গোলের উদ্দেশে শট নেন। ঝাঁপিয়ে পড়ে তার শট ঠেকিয়ে দিলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি মালদ্বীপের গোলরক্ষক। সোহেল রানা দখল নেয়ার চেষ্টা করেন, কিন্তু পারেননি। পেয়ে যান ফাহিম। জোরালো শটে জাল কাঁপান এ স্ট্রাইকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post