স্পোর্টস ডেস্কঃ এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার চীনের হাংঝুতে ভারতের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে টাইগাররা। তবে কোয়ার্টার ফাইনালে মালেশিয়া ম্যাচের মতো আজও ধুঁকছে বাংলাদেশের ব্যাটাররা। দলীয় রান ৫০-এর আগেই হারিয়ে বসেছে ৪ উইকেট। স্কোরবোর্ডে ৪৫ রান তুলতেই ৫ ব্যাটারকে হারিয়ে ফেলেছে সাইফ হাসানের দল।
দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয়ের অবিচ্ছিন্ন জুটিতে আসে ১৮ রান। ইনিংসের ৫ম ওভারে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। শাই কিশোরের বলে মিড অনে জয়সওয়ালের হাতে ধরা পড়েন জয়। সাজঘরে ফেরার আগে করেছেন ১০ বলে ৫ রান। অধিনায়ক সাইফ হাসানও টিকতে পারলেন না (১)। ব্যর্থ হয়েছেন আরেক তরুণ ব্যাটার জাকির হোসেনও (০)।
তিলক বার্মার বলে আউট হওয়ার আগে পারভেজ করেন ৩২ বলে ২৩ রান। এখন পর্যন্ত পতন হওয়া বাংলাদেশের পাঁচ ব্যাটারের সবাই ক্যাচ আউটের শিকার হয়েছেন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন জাকের আলী (৭) ও মৃত্যুঞ্জয় চৌধুরী (৩)।
বাংলাদেশের একাদশ- পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, শাহাদাত হোসেন, জাকের আলি (উইকেটকিপার), রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মুরাদ ও রিপন মন্ডল।
ভারতের একাদশ- রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, আর সাই কিশোর, রবি বিষ্ণোই ও আর্শদীপ সিং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post