স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কাকে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল নিউজিল্যান্ড। অন্যদিকে আগেই সেমিফাইনাল থেকে বাদ পড়া লঙ্কানরা আজ বড় হারে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও বাদ পড়ল। পয়েন্ট তালিকায় আটের মধ্যে থাকার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশের।
বৃহস্পতিবার বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭১ রানে গুটিয়ে দেওয়ার পথে ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। তিন সংস্করণ মিলিয়ে ৩৪ বছর বয়সী পেসারের উইকেট এখন ৬০১টি। আজ বাঁহাতি এই পেসার জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। লঙ্কানদের দেওয়া ১৭২ রানের জয়ের লক্ষ্যে দারুণ শুরু পায় নিউজিল্যান্ড।
ব্যাঙ্গালোরে আজ শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ১৬০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে গেছে কিউইরা। আসরে প্রথম চার ম্যাচে জয়ের পর টানা চারটি হারে নিউজিল্যান্ড। অবশেষে পঞ্চম জয়ের স্বাদ পেল তাসমান সাগরপাড়ের দেশটি। এদিকে, শ্রীলঙ্কার সেরা আটে থেকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা প্রায় শেষ হয়ে গেল। সম্ভাবনা বেড়েছে বাংলাদেশের।
রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৮৬ রান তোলেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। ৪২ বলে ৯ চারে ৪৫ রান করে ফেরেন কনওয়ে। তার দুই রান পরেই ফিরে যান রাচিন। মাত্র ৩৪ বলে তিনটি করে চার-ছক্কা হাঁকিয়ে ৪২ রান করেন তিনি। বনে যান অভিষেক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক। পেছনে ফেলেন ২০১৯ আসরে রেকর্ড গড়া জনি বেয়ারস্টোকে। তৃতীয় উইকেটে ড্যারিল মিচেলের সঙ্গে ৪২ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন।
মিচেল ৩১ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন। শেষদিকে মিচেলসহ ৩২ রানে ৩টি উইকেট হারিয়েছে কিউইরা। তবে জয় পেতে কষ্ট হয়নি। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৯ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট। দারুণ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে নিউজিল্যান্ড, সেমিফাইনালে দিয়ে রেখেছে এক পা। রানরেট বেশ ভালো কিউইদের (০.৭৪৩)। ফলে পাকিস্তান (রানরেট ০.০৩৬) তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালেও শেষ চারে নাম লেখানো কঠিন হবে। হিসেব আরও কঠিন হয়ে গেছে আফগানিস্তানেরও।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান এসেছে কুশল পেরেরার ব্যাট থেকে। দশম উইকেটে মাহিশ থিকসানা আর দিলশান মাদুশঙ্কা কিছুটা প্রতিরোধ গড়েন। নাহলে লঙ্কানদের রান আরও কম হতো। শেষ উইকেট জুটিতে তারা ৮৭ বল খেলে ৪৩ রান যোগ করেন। মাদুশঙ্কা ৪৮ বল খেলে ১৯ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন। ৯১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন থিকসানা। কিউইদের হয়ে ৩৭ রানে ৩ উইকেট শিকার করেছেন ট্রেন্ট বোল্ট। লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনাররা পান ২টি করে উইকেট। ১ উইকেট নেন টিম সাউদি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post