স্পোর্টস ডেস্কঃ এশিয়ান গেমসের ১০০ মিটার দৌড়ের সেমিফাইনালে থামলেন বাংলাদেশের ইমরানুর রহমান। শনিবার সেমিফাইনালের প্রথম হিটে আট জনের মধ্যে ষষ্ঠ হয়ে দৌড় শেষ করায় বাদ পড়েছেন তিনি। ১০০ মিটার দৌড়ে তাঁর সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড।
সম্প্রতি লন্ডনে ঘরোয়া একটি প্রতিযোগিতায় নিজের সেরা টাইমিংটি পেয়েছিলেন ইমরানুর। তবে এশিয়ান গেমসে নিজের সে রেকর্ডের ধারেকাছেও যেতে পারলেন না দেশের দ্রুততম মানব। আজ তিনি দৌড় শেষ করেছেন ১০.৪২ সেকেন্ড সময় নিয়ে।
আগের দিন অবশ্য ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে তৃতীয় হয়েছিলেন ইমরানুর। চলতি এশিয়ান গেমসের ১০০ মিটার দৌড়ের সেমিফাইনালে ২৪ জন স্প্রিন্টার তিন হিটে অংশ নেবেন। প্রতি হিট থেকে প্রথম দুই জন আর অবশিষ্টদের মধ্যে সর্বোচ্চ দুই টাইমিংধারী নিয়ে মোট ৮ জন ফাইনালে খেলবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post