স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে হেরে বসে আছে পিএসজি। বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলের হার দেখেছে দলটি। এবার দ্বিতীয় লেগে বার্সার মাঠে খেলতে যাবে ফরাসি জায়ান্টরা। মঙ্গলবার রাত ১টায় শুরু হবে ম্যাচ।
সেমি ফাইনালে যেতে হলে জিততেই হবে, সঙ্গে ব্যবধানটাও বাড়াতে হবে এমন সমীকরণ নিয়েই খেলতে নামবে পিএসজি। তবে এই নিয়ে আত্মবিশ্বাসে কোনো ঘাটতি রাখছে না দলটি। কোচ লুইস এনরিকে জানিয়েছেন, তারা পুরোপুরি বিশ্বাস করেন স্কোরলাইন পাল্টে দিতে পারবেন। একইসাথে জানিয়েছেন, প্রথম ম্যাচে লড়াই করলেও, প্রাপ্য ফলাফল তারা পাননি।
নিজের সাবেক দলের বিপক্ষে ম্যাচের আগে এনরিকে বলেন, ‘আমরা পুরোপুরি বিশ্বাস করি, আমরা স্কোরলাইন পাল্টে দিতে পারব। প্রথম ম্যাচে দুই দলই দারুণ লড়াই করেছে। তবে আমাদের যা প্রাপ্য ছিল সেটার প্রতিফলন দেখা যায়নি ফলাফলে। ৩-২ স্কোর লাইনের অর্থ, আমাদের এখানে জয়ের জন্য খেলতে হবে।’
Discussion about this post