স্পোর্টস ডেস্কঃ করোনা মহামারির সংকট কাটিয়ে জুলাইয়ে শেষে মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। এই টুর্নামেন্টে মন্ট্রিল টাইগার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। টুর্নামেন্ট শুরুর আগে কোচ হোয়াটমোর জানান, নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে তার দল। আগের দুই আসরে দলের ব্যর্থতা ভুলতে চান তিনি। আগের দুই আসরে ৫ম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল মন্ট্রিল। এবার আর ওই পথে হাঁটতে চান না দলটির কোচ।
টুর্নামেন্ট শুরুর আগে ডেভ হোয়াটমোর বলেন, ‘দারুণ একটা ড্রাফট হয়েছে। বলতেই হবে আমরা দারুণ কিছু ক্রিকেটারকে দলে নিয়েছি। দারুণ উচ্ছ্বসিত আমরা।’
শুধু মন্ট্রিল দলে নয়, পুরো টুর্নামেন্টেই আছে দারুণ কিছু প্রতিভাবান ক্রিকেটার। এমনটাই মনে করেন হোয়াটমোর। তিনি বলেন, ‘লিগে দারুণ কিছু ক্রিকেটার আছে। আমরা দারুণ উচ্ছ্বসিত এই ধরনের ক্রিকেটারদের টুর্নামেন্টে আনতে পেরে। আসা করি, তারা নিজেদের সেরাটা দিতে পারবে।’
মন্ট্রিল দলে খেলবেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। এছাড়াও কার্লোস ব্রাথওয়েট, ক্রিস লিন ও মোহাম্মদ ওয়াসিমের মতো তারকা ক্রিকেটাররাও আছে এই দলে। টুর্নামেন্টে দলের দর্শন কী হবে সেটা নিয়েও কথা বলেন।
হোয়াটমোর বলেন, ‘দলকে সফল করতে দারুণ কিছু করতে হবে। কোচ হিসেবে আমার কাজ, দলের পেছনের দিকগুলো ঠিক রাখা। আমরা তরুণ প্রতিভাগুলোকে নার্সিং ও পর্যাপ্ত সুযোগ দেওয়ার ব্যাপারে কাজ করব।’
টুর্নামেন্ট নিয়ে এই অভিজ্ঞ কোচের ভাষ্য, ‘টুর্নামেন্টে অবশ্য মন্ট্রিল টাইগার্স তাদের দারুণ ক্রিকেট খেলবে। তিন নম্বর মৌসুমে আমরা সেরাটা খেলব।’
মন্ট্রিল টাইগার্স স্কোয়াড
আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, ক্রিস লিন, শেরফান রাদারফোর্ড, কার্লোস ব্রাথওয়েট, মোহাম্মদ আব্বাস, জহির খান, মোহাম্মদ ওয়াসিম, আকিফ রাজা, আয়ান খান, দিপেন্দ্র আইরে, কালিম সানা, সিমান্থা ভিজেরান্তে, ভুবেন্দ্র সিং, দিলপ্রিত সিং, অনুপ চিমা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post